বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

এবার বাজারে এল ‘ডিজিটাল কন্ডোম’

যাযাদি ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৪, ১৭:৪৫
ছবি: সংগৃহীত

সঙ্গী দূরে থাকলে অনেকেই ‘সেক্স চ্যাটে’ আবেগ প্রকাশ করেন। আবার যৌনতার খেলায় মেতে ওঠার সময় অন্তরঙ্গ মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখেন কেউ কেউ।

তবে এবার থেকে রক্ষা করতে এসে গিয়েছে ‘ডিজিটাল কন্ডোম’। হ্যাঁ ঠিকই পড়ছেন। যার পোশাকি নাম ‘ক্যামডম’।

ব্যাপারটা একটু খোলসা করা যাক। কন্ডোম যেমন যৌনতাকে সুরক্ষিত রাখে, তেমনই ক্যামডমের কাজ যৌনতার গোপনীয়তাকে নিরাপদে রাখা। রতিক্রিয়ায় মত্ত হওয়ার সময় দুজনের সম্মতিতেই ভিডিও করা উচিত।

অনেক সময় অজান্তেও আবার রেকর্ড হতে আপনার গোপন মুহূর্ত। এই গুরুতর সমস্যার মুশকিল আসান করতে পদক্ষেপ করেছে জার্মান সংস্থা ‘বিলি বয়’। বাজারে নিয়ে এসেছে ডিজিটাল কন্ডোম। যা আদতে এটি একটি অ্যাপ।

জানা গিয়েছে, সঙ্গমের সময় ফোনে অডিও বা ভিডিও রেকর্ড করা থেকে রোখে এই অ্যাপ। ফোনে ক্যামডম ব্যবহার করলে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কেউ তাদের যৌনদৃশ্য বা গোপন ছবি রেকর্ড করতে পারবে না।

সুরক্ষা সুনিশ্চিত করতে এই অ্যাপের বেশ কয়েকটি স্তর রয়েছে। কেউ যদি ক্যামডমের নিরাপত্তাকে লঙ্ঘন করার চেষ্টা করে, তাহলে অ্যাপ তা শনাক্ত করে সতর্ক করে দেয়। ফলস্বরূপ সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর ফোনে একটি অ্যালার্ম বেজে উঠবে।

অত্যাধুনিক এই অ্যাপ নির্মাতাদের দাবি, অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রেম ভেঙে গেলে প্রেমিক বা প্রেমিকার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তখন প্রাক্তনের উপর ক্ষোভে ব্যক্তিগত মুহূর্ত বা নগ্ন ছবি ফাঁস করে দেয় তারা। এই ধরনের অপরাধ রুখতে ক্যামডমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

ইতিমধ্যে ৩০টিরও বেশি দেশে জনপ্রিয়তা তুঙ্গে এই অ্যাপের। ক্যামডমের ডেভেলপার, ফেলিপ আলমেদার কথায়, “বর্তমান যুগে স্মার্টফোন আমাদের অঙ্গ হয়ে গিয়েছে। যেখানে আমরা নানা সংবেদনশীল তথ্য সংরক্ষণ করে রাখি। আপনার সেই তথ্যগুলোকে সুরক্ষিত করতেই আমরা এই বিশেষ অ্যাপটি তৈরি করেছি। ব্লুটুথের মাধ্যমে ক্যামডম আপনার সঙ্গীর ক্যামেরা এবং মাইক ব্লক করতে পারে।”

জানা গিয়েছে, এই অ্যাপের ট্যাগলাইন ‘As easy as using a real condom’। যার অর্থ ‘কন্ডোম ব্যবহার করার মতোই সহজ’। তবে আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেই রয়েছে জার্মান অ্যাপ ক্যামডম। কিন্তু শীঘ্রই অ্যাপলের মিলবে এই ডিজিটাল কন্ডোম।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে