তেলাপোকার উপদ্রব কমাতে যা করবেন

প্রকাশ | ২২ মে ২০২৫, ১৬:৩০

যাযাদি ডেস্ক
ছবি : সংগৃহীত

তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ অনেক পরিবার।  এই সমস্যা এড়াতে রান্নাঘর, বাথরুম যতই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন না কেনো তারপরও তেলাপোকার উপদ্রব হয়ত কমছে না। 

কিন্তু সহজ কিছু পদ্ধতি অনুসরণ করলে তেলাপোকার উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব।

একটি বাটিতে চিনির গুঁড়া ও বোরিক পাউডার মিশিয়ে নিন। যেসব জায়গা দিয়ে তেলাপোকা বের হয়, ঘরের সেই সেই কোণে এই মিশ্রণ ছড়িয়ে দিন। চিনি খাওয়ার লোভে তেলাপোকা বের হবে এবং বোরিক অ্যাসিড তাদের মেরে দেবে। চিনির বদলে কফি, মধু কিংবা আটা-ময়দার সঙ্গে বোরিক পাউডার মিশিয়েও তেলাপোকা মারতে পারেন।

বেকিং সোডা 

বোরিক পাউডারের বদলে চিনির গুঁড়োর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দিন। এই মিশ্রণও রান্নাঘর বা বাথরুমে ছড়িয়ে রাখতে পারেন। চিনির গন্ধে তেলাপোকা আকৃষ্ট হয়। বেকিং সোডা তেলাপোকাকে মারতে কার্যকর।

নিম তেল

ঘরের যেসব অংশ থেকে তেলাপোকা বের হয়, সেই সব জায়গায় নিম তেল স্প্রে করুন। একটি বোতলে পর্যাপ্ত পরিমাণ পানি নিন। তাতে নিম তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি রান্নাঘরের সিঙ্কে, বাথরুমে ড্রেনের মুখে, রান্নাঘরের তাকে, ডাস্টবিনে স্প্রে করুন। রাতে এই কাজটা করে ঘুমোতে যান। সকলে উঠে দেখবেন সব তেলাপোকা মরে পড়ে আছে। 

তেজপাতা

রান্নাঘরে তেলাপোকা উপদ্রব কমাতে তেজপাতা ব্যবহার করুন। কয়েকটা তেজপাতা গুঁড়ো করে নিন। রান্নাঘরের আনাচে কানাচে তেজপাতার গুঁড়ো ছড়িয়ে রেখে দিন। তেজপাতার গন্ধ সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যাবে তেলাপোকা।