গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ এর তথ্য
বিশ্বের স্বপ্নময় শান্তির দেশ পাঁচটি
প্রকাশ | ৩০ জুন ২০২৫, ০৯:৫৭

যখন বিশ্বজুড়ে প্রতিদিনের হেডলাইন জুড়ে থাকে রক্তাক্ত সংঘাত, যুদ্ধ আর দ্বন্দ্বের শিরোনাম, ঠিক তখনই কিছু দেশ নিঃশব্দে বলে যাচ্ছে এক ভিন্ন গল্প। শান্তি যে কেবল কবিতার পঙ্ক্তি নয়, বরং একটি বাস্তবতা তা বারবার প্রমাণ করে চলেছে বিশ্বের কয়েকটি শান্তিপূর্ণ দেশ।
সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত ও সামরিকীকরণ এ তিনটি বিষয় প্রধান গুরুত্ব পেলেও নানাদিক পর্যালোচনা করে একটি দেশকে শান্তিসূচকে শীর্ষে তালিকাভূক্ত করা হয়। গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের স্বপ্নময় শান্তির ঠিকানাগুলো-
১। আইসল্যান্ড:
পরাবাস্তব এ দ্বীপ ছোট্ট এক ভূখণ্ড, যার পাহাড়ে তুষার, নদীতে নিরবতা, আর আকাশে বাতাসে মিশে আছে নিরুত্তাপ স্বস্তি। ২০০৮ সাল থেকে টানা ১৭ বছর ধরে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে স্বীকৃতি পেয়ে চলেছে দেশটি।
এখানে নেই কোনো স্থায়ী সেনাবাহিনী, নেই রাজনৈতিক অস্থিরতা বা সামাজিক বিশৃঙ্খলা। অপরাধের হার এতটাই কম যে অনেকে দরজায় তালা না দিয়েই ঘুমিয়ে পড়েন। শান্তির যেন এক নিঃশব্দ সুরের নাম আইসল্যান্ড।
২। আয়ারল্যান্ড:
শান্তিপূর্ণ দেশে দ্বিতীয় স্থানে রয়েছে রক্তাক্ত ইতিহাস পেরিয়ে আসা আয়ারল্যান্ড। এক সময়ে দেশটির রাজপথে ছিল সহিংসতার ছায়া, আজ সেটি শুদ্ধতম গণতন্ত্র আর সামাজিক স্থিতির প্রতীক।
আয়ারল্যান্ড দেখিয়ে দিয়েছে, সহিংসতা থেকে শান্তির পথে যাত্রা শুধু সম্ভবই নয়—প্রত্যাশিতও। শান্তি যদি হয় পরিশ্রমের ফসল, তবে আয়ারল্যান্ড নিঃসন্দেহে তার সেরা চাষী।
৩। নিউজিল্যান্ড:
শান্তির দেশ হিসেবে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। সবুজে মোড়ানো, মানবিকতায় গড়া এক দ্বীপদেশ। মাওরি সংস্কৃতিকে ভালোবেসে বুকে টেনে নেয়া, পরিবেশকে আগলে রাখা আর মানবিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করা এই দেশটি আজ শান্তির অনন্য উদাহরণ। প্রাকৃতিক সৌন্দর্য আর রাজনৈতিক ভারসাম্যের এমন নিখুঁত যুগলবন্দী খুব কম দেশেই দেখা যায়।
৪। অস্ট্রিয়া:
চতুর্থতম শান্তির দেশ হিসেবে রয়েছে অস্ট্রিয়ার নাম। আল্পস পর্বতের কোলে অবস্থিত দেশটিতে প্রাকৃতিক সংগীত বেজে ওঠে শহরজুড়ে আর কূটনীতি চলে নিরপেক্ষতার ছায়ায়।
১৯৫৫ সালে নিরপেক্ষতা গ্রহণ করে দেশটি যেভাবে ভারসাম্যপূর্ণ কূটনীতি, সামাজিক নিরাপত্তা আর অর্থনৈতিক স্থিতিশীলতা গড়ে তুলেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। অস্ট্রিয়া যেন শান্তির এক সংগীতচিত্র যেখানে প্রতিটি মানুষ তার অংশীদার।
৫। সুইজারল্যান্ড:
শান্তিপূর্ণ দেশের পঞ্চম স্থানে রয়েছে সুইজারল্যান্ডের নাম। তুষারে মোড়া পাহাড় আর ঝকঝকে হ্রদের দেশ, যার পরিচিতি শুধু চকলেট, ব্যাংকিং আর ঘড়ির জন্য নয়—বরং শান্তির জন্যও।
শত শত বছর ধরে যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে রেখেছে রাষ্ট্রটি। এখানে জনগণ নিজেরাই নীতিনির্ধারকG একটি পরিপক্ব গণতান্ত্রিক কাঠামো ও গণভোটের সংস্কৃতিতে গড়া সমাজ, যেখানে সংঘাতের চেয়ে সমঝোতার মূল্য বেশি।
বিশ্বের এ পাঁচটি দেশ চোখে আঙুল দিয়ে অন্য দেশগুলোকে দেখিয়ে দিচ্ছে শান্তি অর্জন সম্ভব, যদি সবার ঐক্যবদ্ধ ইচ্ছা থাকে। দেশগুলো কাঁটাতার কিংবা পরমাণু নয়, আস্থা আর সংলাপের শক্তিতে নিজেদের নির্মাণ করেছে। যার কোনোটা সেনাবাহিনী ছাড়া নিরাপদ, কোনোটা ইতিহাসের জঞ্জাল মুছে পুনর্জন্ম নিয়েছে, আবার কোনোটা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে সভ্যতার নতুন সংজ্ঞা রচনা করেছে। যেখানে সারা পৃথিবী ব্যস্ত প্রতিরক্ষা বাজেট বাড়াতে, সেখানে এই দেশগুলো জিতে চলছে কেবল ভালো থাকার সংস্কৃতিতে।