বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাবার জন্য চাই উপহার

যাযাদি ডেস্ক
  ১৭ জুন ২০২২, ১৪:২৩

মাথার ওপর বটবৃক্ষ হয়ে জীবনে যে মানুষটি থাকেন তিনি হলেন বাবা সন্তানের জন্য নিজের সর্বোচ্চ করেন তিনি বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস বছর ১৯ তারিখ পালন করা দিবসটি বাবাকে ভালোবেসে এই বিশেষ দিনে দিতে পারেন কোনো উপকার কী দিবেন বুঝতে পারছেন না? চলুন কিছু উপকার সম্পর্কে জেনে নিই

প্রিয় বই: বাবা যদি বইপ্রেমী হয়ে থাকেন তবে অবশ্যই তাকে বই উপহার দিতে পারেন তার পছন্দের বিষয় বা লেখক সম্পর্কে আগেই জেনে নিন আসল প্রিন্টের কোনো পুরনো বইও উপহার দিতে পারেন স্মৃতি জড়িয়ে আছে এমন বই পেলে তিনি বেশ অবাকই হবেন রাজধানীর নীলক্ষেত, শেখেরটেকসহ বিভিন্ন অনলাইন শপে পুরনো বই পাওয়া যায়

প্রয়োজনীয় পোশাক: বাবাদের জীবনের একটি বড় সময় কেটে যায় সন্তানদের আবদার আর প্রয়োজন মেটাতে মেটাতে তাই পুরনো পোশাকেই অভ্যস্ত হয়ে যান তারা পোশাক কেনার প্রসঙ্গ উঠলেই হয়তো বলেছেন, ‘আমার অনেক আছে, লাগবে না বাবা দিবসে চাইলে বাবাকে উপহার দিতে পারেন পোশাক বাজেট বেশি থাকলে শার্ট, প্যান্ট, ব্লেজার কিনে দিন নাহয় কেবল শার্ট, পাঞ্জাবি বা টাই দিতে পারেন চাইলে কাফ বোতামও বেছে নিতে পারেন উপহার হিসেবে

নাম লেখা কলম ডায়েরি: মোবাইল, কম্পিউটারের বর্তমান সময়ে কলমের প্রয়োজন অনেকটাই কমে গেছে তবে উপহার হিসেবে কিন্তু ডায়েরি আর কলমের কদর এখনও উঁচুতে বিভিন্ন কাস্টোমাইজ পণ্যের দোকান বা অনলাইন শপে নির্দিষ্ট নাম বা বাক্য লেখা কলম, ডায়েরি পাওয়া যায় বাবাকে তা উপহার দিতে পারেন

ফিটনেস ঘড়ি: বর্তমানে ফিটনেস ঘড়ির কদর অনেক বাড়ছে বাবা দিবসের উপহার হিসেবে তাই এমন একটি ঘড়ি দেখতে পারেন বাবার জন্য উপকারি হবে

হাতে লেখা চিঠি বা চিরকুট: হয়তো ভাবছেন, কিছু তো দিতে ইচ্ছা করেই কিন্তু হাতে টাকা নেই বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে অর্থের চেয়েও ইচ্ছা বেশি গুরুত্বপূর্ণ বিশেষ দিনটিতে বাবাকে একটি চিঠি লিখতে পারেন মুখ ফুটে বলতে না পারা কথাগুলো প্রকাশ করতে পারেন লিখনিতে চাইলে রঙিন কাগজ দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুন্দর একটি কার্ড

শেভিং কিট: বাবাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসের তালিকায় রয়েছে শেভিং কিট চাইলে উপহার দিতে পারেন শেভিং ফোম, রেজর, আফটার শেভিং লোশন তিনি যদি ট্রিমিং মেশিনে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে ইলেকট্রিক ট্রিমারও উপহার দিতে পারেন

পছন্দের খাবার: বাবার পছন্দের খাবার তৈরির উপযুক্ত দিন এটি হয়তো তিনি কখনো পছন্দের খাবারের কথা বলেন না তবুও সন্তান হিসেবে নিশ্চয়ই জানেন বাবা কোন খাবারটি পছন্দ করেন সেই পদই রান্না করুন বিশেষ দিনটিতে

বাবার জন্য সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ উপহার হলো ভালোবাসা সম্মান তাই তাকে ভালোবাসুন সম্মান করুন সন্তান হিসেবে এটি আপনার কর্তব্য

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে