শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘরোয়া উপায়ে চুলকে ঘন কালো ও রেশমী করার উপায়

যাযাদি ডেস্ক
  ১০ জানুয়ারি ২০২১, ২১:১৮

ঘরোয়া উপায়ে চুলের যত্ন! নারীর সৌন্দর্যকে অন্যতম মাত্রা দান করে লম্বা সুন্দর ঘন রেশমী চুল। আমাদের প্রত্যেকেরই মনে আশা থাকে একগোছা লম্বা সুন্দর রেশমী চুলের। অথচ দৈনন্দিন জীবনের ব্যস্ততায় চুলের দিকে ঠিকমতো খেয়াল করাই হয়ে ওঠে না। তাই চুল হয়ে ওঠে রুক্ষ ও শুষ্ক। আর এই রুক্ষ ও শুষ্ক চুলে চিরুনি চালালেই প্রচুর চুল উঠতে থাকে। চুলের ডগা ফাটতে থাকে। যার ফলে চুল পড়তে শুরু করে।

বর্তমানে আমরা প্রত্যেকেই চুল পড়া নিয়ে সমস্যায় জর্জরিত। তাই আমরা ত্বকের যেমন যত্ন নিয়ে থাকি, ঠিক তেমনি চুলের ও যত্ন নিতে হবে- ঝলমলে, স্বাস্থ্যজ্বল, সুন্দর ও ঘন রেশমী চুলের জন্য! চুলের যত্নে রইল তেমনই কিছু টিপস।

চুলকে সুন্দর রাখতে হেনার জুড়ি মেলা ভার। মাসে অন্তত ২ বার হেনা ব্যবহার করতেই পারেন। এর পাশাপাশি রাতে ২ থেকে ৩দিন সপ্তাহে নারকেল তেল গরম করে চুলে মাখুন। তারপর সকালে উঠে শ্যাম্পু করে নিন। আপনার চুল হয়ে উঠবে ঘন, কালো ও নরম। এছাড়া ৪ থেকে ৫ মাস অন্তর অন্তর চুলের ফেটে যাওয়া ডগা ট্রিম করে নিন। এতে চুল ড্রাই হবে না। তাছাড়া চুলের সৌন্দর্যও বাড়বে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে