বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুথপেস্ট ব্যবহার করতে পারেন এভাবেও

যাযাদি ডেস্ক
  ০৪ মার্চ ২০২১, ১৭:৩৯

দাঁত পরিষ্কার রাখার পাশাপাশি গৃহস্থালি অনেক কাজেও সাহায্য করতে পারে টুথপেস্ট। জেনে নিন এর কিছু ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে।

*গাড়ির হেডলাইট পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট।

*কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট ঘষে পরিষ্কার করে নিন।

*রূপার গয়না পরিষ্কার করতে পুরনো টুথব্রাশে খানিকটা পেস্ট লাগিয়ে ঘষে নিন।

*পোশাকে কলমের কালির দাগ লাগলে টুথপেস্ট ঘষে রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

*কাঠের আসবাবে পানির সাদাটে দাগ পড়েছে? দাগ ওঠাতে সাহায্য নিন টুথপেস্টের।

*ইস্ত্রিতে কালচে দাগ পড়লে কাপড়ে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন।

*রান্নাঘরের সিঙ্ক বা বাথরুমের কল ঝকঝকে করতে চাইলে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করুন মাঝে মাঝে।

*কাঠ থেকে পার্মানেন্ট মার্কারের দাগ তুলতে কাজে লাগাতে পারেন টুথপেস্ট।

*চুলে চুইংগাম লাগলে ওপরে কিছুটা টুথপেস্ট লাগিয়ে দিন। খানিকক্ষণ পর উঠে যাবে চুইংগাম।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে