বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

​ঘরেই চুল রাঙাতে খেয়াল রাখুন ৩ বিষয়

যাযাদি ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৫২

করোনা আসার পর থেকেই মানুষ এখন পার্লার বা সেলুনে যেতে ভয় পান! একেবারেই প্রয়োজন না হলে সেদিকে যান না কেউই।

মেনিকিউর-পেডিকিউর থেকে শুরু করে ফেসিয়াল এমনকি হেয়ার কালারও ঘরে বসেই অনেকে করছেন। বর্তমানে এসব প্রসাধনী বাজারে সহজলভ্য। পছন্দ অনুযায়ী প্রসাধনী কিনে ঘরেই করে নেওয়া যায় হেয়ার কালার।

তবে অনেকেই ঘরে হেয়ার কালার করতে ভয় পান। যদি ভালোভাবে চুলে রং না বসে তাহলে তো ফ্যাশনেবল লুকটাই আসবে না! তাই ঘরে চুল রাঙাতে ৩টি বিষয়ে খেয়াল রাখুন। জেনে নিন করণীয়-

> চুল রং করা কঠিন কাজ মনে হলেও অতোটাও কঠিন নয়। প্রথমেই খেয়াল রাখুন রঙের মিশ্রণটি ঠিকমতো মিশিয়েছেন কি না। আপনার চুল অনুযায়ী সঠিক পরিমাণে রঙের মিশ্রণ যেন থাকে তা নিশ্চিত করুন।

না হলে অর্ধেক চুলে ব্যবহারের পর যদি তা ফুরিয়ে যায় সেক্ষেত্রে বিপদে পরবেন। তাই চুল অনুযায়ী রঙের মিশ্রণ প্রস্তুত করুন।

> চুলে রং করার আগে অবশ্যই দেখে নিন কী কী উপাদান দিয়ে সেটি তৈরি করা হয়েছে। রাসায়নিক কোনো উপাদান থাকলে এড়িয়ে যান।

ভেষজ উপাদান সমৃদ্ধ রং বেছে নিন। বাজারচলতি অনেক হেয়ার কালারে অ্যামোনিয়াযুক্ত রং থাকে, যা চুলের জন্য হতে পারে ক্ষতির।

> যদি চুলের শেষ প্রান্ত পর্যন্ত রং ঠিকভাবে না পৌঁছয়ি তাহলে চিরুনির সাহায্য নিন। চিরুনি দিয়ে চুলের ডগা পর্যন্ত ভালো করে আঁচড়ে নিয়ে তারপর কালার করুন। এতে পুরো চুলেই ঠিকভাবে রং বসবে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে