মাছের মাথা দিয়ে সুস্বাদু মুড়িঘণ্ট

প্রকাশ | ১২ এপ্রিল ২০২১, ১৮:৫৯

যাযাদি ডেস্ক

 

সামনে আসছে পহেলা বৈশাখ। বৈশাখের প্রথম দিন বাঙ্গালিরা উদযাপন করেন পান্তা, ইলিশ, নানা পদের ভর্তা, আর সেই সাথে মুড়িঘণ্ট সহ আরও না জানি কত রকমের বাঙালি খাবারের মাধ্যমে। তবে মুড়িঘণ্ট খেতে স্বাদে খুব চমৎকার। যদি এখনও রান্না না করে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করা উচিত।

 

মাছের মাথার মুড়িঘণ্ট

 

উপকরণ:

 

মুগ ডাল- ১ কাপ

 

সয়াবিন তেল- ৩ টেবিল চামচ

 

জিরা- ১ টেবিল চামচ

 

তেজপাতা- ২ টা

 

লবঙ্গ- ৪ টা

 

এলাচ- ৪ টা

 

দারুচিনি- ১ টা

 

পেঁয়াজ কুচি- দেড় কাপ

 

আদা বাটা- ১ চা চামচ

 

রসুন বাটা- ১ চা চামচ

 

মরিচ গুড়ো- ১ চা চামচ

 

হলুদ- দেড় চা চামচ

 

ধনিয়া গুড়ো- ১ চা চামচ

 

লবণ- স্বাদমত

 

টমেটো- ১ কাপ

 

মাছের মাথা- ৫০০ গ্রাম

 

পানি- ২ কাপ

 

গরম মসলা- ১ চা চামচ

 

প্রস্তুতি:

 

মুগের ডাল কে অন্তত ২ ঘণ্টার মত ভিজিয়ে রেখে তারপরে ভালো করে সেদ্ধ করে পানি ফেলে নিতে হবে। একটি প্যান চুলোতে বসাতে হবে। তাতে তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে জিরা, পেঁয়াজ, গরম মসলা, পেঁয়াজ, এবং লবণ দিয়ে ভাঁজতে হবে। ভাঁজা হয়ে গেলে তাতে হলুদ, মরিচ গুড়ো, ধনিয়া গুড়ো, রসুন বাটা, এবং আদা বাটা দিয়ে ৩ থেকে ৪ মিনিট ভাঁজতে হবে।

 

এরপর টমেটো দিয়ে, স্বাদমত লবণ দিতে হবে। একটু নেড়ে তাতে মাছের মাথা দিতে হবে। ১০ মিনিটের জন্য নেড়ে নেড়ে ভাঁজতে হবে। পূর্বে সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিতে হবে। দিয়ে নাড়তে হবে। প্যানের নিচে লাগতে দেওয়া যাবে না।

 

এ পর্যায়ে ২ কাপ গরম পানি দিতে হবে। আবার ১০ মিনিটের জন্য ঢেকে দিতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। রান্না হয়ে আসলে ভাঁজা জিরা গুড়ো, কাঁচা মরিচ, ঘি ছিটিয়ে দিয়ে পরিবেশন করতে হবে সুস্বাদু মুড়িঘণ্ট।

 

যাযাদি/এসআই