‘বই উৎসব’ এবার হচ্ছে না

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ১৬:২১ | আপডেট: ২৯ অক্টোবর ২০২০, ১৬:২৩

যাযাদি ডেস্ক

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। একই কারণে এবার নতুন বইয়ের উৎসবও হবে না।

 

২০১০ সাল থেকে বছরের প্রথম দিন বই উৎসব হয়ে আসছে। এই উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হয়। এবার করোনার সংক্রমণ ঠেকাতে বই উৎসবের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। তবে বিকল্প উপায়ে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

করোনা ভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দিতে বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, বই তৈরি থাকবে। তবে যেভাবে বই উৎসব করি, যেখানে সব শিক্ষার্থী হাজির থাকে, এবার স্বাভাবিক কারণে, স্বাস্থ্যঝুঁকির কারণে নিশ্চয় আমরা সমাবেশ করে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারব না। বিকল্প চিন্তা করে কীভাবে প্রতিটি শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেয়া যায় সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করব।