ওবায়দুল কাদের মন্ত্রীর অনুকূলে বরাদ্দ পাওয়া গাড়ি ফেরত দিলেন

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ১৯:০৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২০, ১৯:১৩

অনলাইন ডেস্ক

 

সরকারি গাড়ি পেতে অনেকে মরিয়া হয়ে উঠেন। অনেকে আবার নিজের ব্যক্তিগত গাড়ি থাকার পরও সরকারি গাড়িতে পর্যাপ্ত ব্যয় দেখিয়ে নিজের আয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজের নামে বরাদ্দকৃত সরকারি গাড়ি ফেরত দিয়েছেন।

 

রোববার আনুষ্ঠানিকভাবে গাড়িটি পরিবহন পুলে ফেরত দেয়া হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু নিশ্চিত করেছেন।

 

এর আগে পরিবহন পুল থেকে মন্ত্রীর অনুকূলে বরাদ্দ হওয়া বিএমডব্লিউ (ঢাকা মেট্রো-ড-১১-১৯৪৭) গাড়িটিও ফেরত দেন ওবায়দুল কাদের।

 

এছাড়া, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প থেকে পদ্মা সেতু পরিদর্শনের জন্য বরাদ্দ দেয়া একটি জিপ (ঢাকা মেট্রো-ঘ -১৫-৮৩৪৮) গাড়িও প্রকল্পের কাজ শেষ পর্যায়ে উপনীত হওয়া মন্ত্রীর ইচ্ছে অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পের কাছে ফেরত দেয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু।