বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাস্ক না পড়ায় ১৭ মামলায় ১২ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোটার
  ০২ ডিসেম্বর ২০২০, ১৭:১৭

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় মাস্ক না পরার দায়ে ১৭ মামলায় ১২ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে দন্ডবিধি এবং সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল ) আইন, ২০১৮ প্রয়োগ করে এসব মমলা ও জরিমানা আদায় করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, পারসিয়া সুলতানা প্রিয়াংকা ও মোঃ রিফাত ফেরদৌসের নেতৃত্বে গুলশান বাড্ডা লিংক রোড এলাকায় করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় পথচারী, ফুটপাত ও বাজারের ক্রেতা-বিক্রেতা, রিকশা ও গণপরিবহনের চালক ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের ব্যাপারে সচেতন করা হয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অস্বচ্ছল জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক পরিবহন নিশ্চিতকল্পে ডিএনসিসির মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।

যাযাদি/এজেড/৫:১০পিএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে