রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পুরো বিশ্ব সম্প্রদায়ের এক হওয়া উচিত : ইইউ

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ১৮:০২

যাযাদি ডেস্ক

 

 

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনসে তেরিঙ্ক বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে তাদের সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের এক হওয়া উচিত।

 

বুধবার রাজধানীর এক হোটেলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন- ডিক্যাবের সদস্যদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘তারা নিজ দেশে (মিয়ানমার) ফিরে যেতে চায়। আমাদের উচিত এতে সমর্থন দেয়া।’

 

স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূতরাও ‘ডিক্যাব টকে’ বক্তব্য রাখেন।

 

ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

 

প্রত্যাবাসন ছাড়াও রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর এবং বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন ইইউ রাষ্ট্রদূত।

 

তবে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে জাতিসঙ্ঘের কারিগরি কমিটির মূল্যায়নের আগে এ বিষয়ে কোনো মন্তব্য না করার কথা জানান তিনি। সূত্র : ইউএনবি

 

যাযাদি/এমডি/৫:৫৮পিএম