শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় হাসপাতালে ১৩ ডেঙ্গু রোগী ভর্তি

যাযাদি ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২০, ১৬:৪৭

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১২ এবং ঢাকার বাইরে একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৭০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ৫৯ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ১১ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ২২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ১৪৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত সাতটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর চারটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে তিনটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান। সূত্র- ইউএনবি

যাযাদি/এমডি/৫:২৫পিএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে