২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৬২

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২১, ১৬:০৯

যাযাদি ডেস্ক

 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮৬২ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৭৬২ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জনে দাঁড়িয়েছে।

 

এছাড়া ২৪ ঘণ্টায় ৭১৮ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে আরও জানানো হয়, ১৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৫২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৬৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ৩১ হাজার ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

 

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

 

যাযাদি/ এমডি