'দেশের প্রয়োজনে আগামীতেও সেনাবাহিনী মানুষের পাশে থাকবে'

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ১৭:১৮

যাযাদি ডেস্ক

 

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, 'অতীতের মতো আগামী দিনেও দেশের যেকোনো প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনী মানুষের পাশে থাকবে। যেমনটি এই করোনার সময়ে ছিল।'

 

রবিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে দক্ষিণ টরকী এলাকায় তার বাবা আব্দুল ওয়াদুদ সরকারের নামে প্রতিষ্ঠিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এসব কথা বলেন।

 

তিনি বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে আমাদের সীমান্তে তারা বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এ নিয়ে দুই দেশের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। সরকারের নির্দেশে দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলার কাজে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. মো. ইলিয়াসসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তরা।

 

যাযাদি/ এমডি