শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অমর একুশে গ্রন্থমেলা হবে, তারিখ চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২১, ১৭:২৬

করোনার (কোভিড-১৯) কারণে এবার অমর একুশে গ্রন্থমেলা সরাসরি আয়োজন না হওয়ার কথা চলছিল। বলা হচ্ছিল, এবার ভার্চুয়ালি হবে বইমেলা। তবে এই গ্রন্থমেলা সরাসরিই হতে যাচ্ছে। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সম্ভাব্য তিনটি তারিখ প্রস্তাব করা হয়েছে। এই তারিখ চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার দুপুরে বাংলা একাডেমিতে লেখক-প্রকাশকদের নিয়ে মতবিনিময় সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‌‘ভার্চুয়াল নয়, সরাসরিই হবে বইমেলা। তবে তারিখ নির্ধারিত হয়নি। মেলা উদ্বোধনের জন্য তিনটি তারিখ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে সংস্কৃতি মন্ত্রণালয়, যা ২০ ফেব্রুয়ারি, ১৭ ও ২৭ মার্চ হতে পারে, অথবা প্রধানমন্ত্রী নিজে তারিখ নির্ধারণ করে দিতে পারেন।’

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে