রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ ইরফানুল হক ওরফে ইরফান (২৮)।
রোববার (১৭ জানুয়ারি) গোয়েন্দা পুলিশের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
মধুসূদন দাস বলেন, শনিবার (১৬ জানুয়ারি) হাতিরঝিলের দিলু রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ইরফানুল হক ওরফে ইরফানকে গ্রেফতার করা হয়। তার বহনকৃত মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্স তল্লাশি করে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃত ইরফান কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd