শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আটকে পড়া প্রবাসীদের ফেরাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ

যাযাদি ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২১, ২০:৩৬

করোনা মহামারির কারণে আটকে পড়া বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের সেদেশে ফিরিয়ে নিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানিকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে ড. মোমেন এ অনুরোধ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাধারণ ক্ষমার আওতায় ৩০ হাজার অনিয়মিত প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়মিত করায় বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি এসময় বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোর অনুরোধ করেন।

বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি প্রকাশ করেন।

ড. মোমেন প্রবাসী বাংলাদেশিসহ বাহরাইনে অবস্থানরত সবার জন্য বিনামূল্যে টিকা বিতরণের জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জানান।

যাযাদি /এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে