রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে পুলিশ।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৫,৭২৭ পিস ইয়াবা, ১৬৬ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৮২৫ গ্রাম ২২ পুরিয়া গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল, ৯৬ ক্যান বিয়ার ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd