শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সামান্য যত্নে অটিস্টিক শিশুরাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে’

যাযাদি রিপোর্ট
  ২৫ জানুয়ারি ২০২১, ১৭:৩০
আপডেট  : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:৩৬

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেছেন, অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি অনন্য দৃষ্টান্তে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয়া সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

সায়মা ওয়াজেদ সবাইকে বোঝাতে সক্ষম হয়েছেন, অটিস্টিক শিশুরা সমাজের বোঝা না। সামান্য যত্নে এরাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে।

সোমবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল প্লাস ফাউন্ডেশনের উদ্যোগে ইংরেজি নববর্ষ উপলক্ষে অটিস্টিক শিশুদের মাঝে উন্নতমানের পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ১৫০ জন অটিস্টিক শিশুর মাঝে পোশাক বিতরণ করা হয়।

ডিজিটাল প্লাস ফাউন্ডেশনের সভাপতি তাপসী রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব আবুল বাসার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদা বেগম, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক আরিফুর রহমান রাসেল, রমনা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে