মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস

যাযাদি ডেস্ক
  ০৬ মার্চ ২০২১, ১২:৫৪

সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গাসহ কুমিল্লা অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টার মধ্যে এ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া সারাদেশে শনিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তারপরের ৩ দিন তাপমাত্রা বাড়তে পারে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে