বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২৬ মার্চ ঢাকা-জলপাইগুড়ি ট্রেন চালু

যাযাদি ডেস্ক
  ০৭ মার্চ ২০২১, ২০:৩০

আগামী ২৬ মার্চ ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রোববার দুপুরে পঞ্চগড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা থেকে এ রুটে রেল যোগাযোগ উদ্বোধন করবেন।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি ট্রাভেল ট্যাক্স ৫শ’ টাকা বাদে ভাড়া ২২শ’ টাকা এবং চিলাহাটি পর্যন্ত ভাড়া ৭শ’ টাকা জানিয়ে রেলপথ মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের আগ্রহী যাত্রীরা চিলাহাটি স্টেশন থেকে যাতায়াত করতে পারবেন। তাদের জন্য কয়েকটি বগি নির্ধারিত থাকবে। এসব বগি কেবল চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাতায়াত করবে।

তিনি জানান, আগামী এক বছরের মধ্যে পঞ্চগড় থেকে কক্সবাজার এবং মংলা পর্যন্ত রেল যোগাযোগ চালু হবে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে