শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত দুদকের ২১ কর্মকর্তা-কর্মচারী

যাযাদি ডেস্ক
  ১০ এপ্রিল ২০২১, ১৯:২৭

চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে ফের করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলে কর্মীদের স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে যায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক কার্যালয়ে অপরিচিত কারোর প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা, মাস্ক পরিধান, ৫০ শতাংশ কর্মীদের উপস্থিতিসহ একাধিক পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি।

এতসব সাবধানতা মেনেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুদকের ২১ কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে দুইজন পরিচালক, চারজন উপ-পরিচালক, ছয়জন সহকারী পরিচালক এবং অন্যান্য বিভিন্ন পদের নয়জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

শনিবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

আক্রান্তদের মধ্যে একজন পরিচালক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বাসায় চিকিৎসাধীন আছেন। তবে সরকারি বিধিনিষেধ মেনে দুদকের কর্মকাণ্ড চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত বছর করোনায় দুদকের ১০৮ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে একজন পরিচালকসহ তিনজন মারা গেছেন।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে