শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​দুই ডোজ মিলিয়ে টিকা নিলেন ৯১ লাখ ৩৩ হাজার মানুষ

যাযাদি ডেস্ক
  ০৬ মে ২০২১, ১৯:৪৯

দেশে ২২তম দিনে আজ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২ হাজার ৯১৫ জন। এর মধ্যে ঢাকা মহানগরে নিয়েছেন ২৫ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৩ লাখ ১৩ হাজার ৪২৪ জন। প্রথম ও দ্বিতীয় মিলে টিকা দেয়া হয়েছে ৯১ লাখ ৩৩ হাজার ২৭৮ ডোজ। বিতরণ করা টিকা বাদ দিলে হাতে মজুত আছে মাত্র ১০ লাখ ৬৬ হাজার ৭২২ ডোজ।

অন্যদিকে সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৭১তম দিনে আজ প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৪৩ জন। যদিও ২৬শে এপ্রিল থেকে প্রথম ডোজ টিকা গণহারে দেয়া বন্ধ রয়েছে। তবে কিছু সেন্টারে প্রভাবশালীদের চাপে প্রথম ডোজ কিছু টিকা বিতরণ চলছে বলে সূত্র বলছে।

এ পর্যন্ত দেশে মোট প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮৫৪ জন।

এর মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৯২৭ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯২৭ জন। টিকা নেয়ার পর সামান্য পাশর্^প্রতিক্রিয়া হয়েছে মোট ৯৯৮ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে অনলাইনে নিবন্ধনও ২রা মের পর থেকে বন্ধ রয়েছে। এ পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

প্রসঙ্গত, গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে। আর দ্বিতীয় ডোজ শুরু হয় ৮ই এপ্রিল থেকে। দেশে কেনা এবং উপহার পাওয়া মিলে এ পর্যন্ত টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে