করোনার ভারতীয় ধরন আজ বিশ্বের উদ্বেগ: ডব্লিউএইচও

প্রকাশ | ১১ মে ২০২১, ০৯:৫২

যাযাদি ডেস্ক

ভারতে শনাক্ত করোনার নতুন ধরনকে ‘বিশ্বের উদ্বেগ’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ধরনটি অতি সংক্রামক হওয়ার ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার এক সংবাদ সম্মেলনে করোনার ভারতীয় ধরন সম্পর্কে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর রয়টার্সের।

 

সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কারখোভ বলেন, ‘আমরা বিশ্বজুড়ে একে ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত করেছি ।’

 

সংস্থাটি জানায়, গত বছর ভারতে করোনার যে পরিবর্তিত রূপ শনাক্ত হয়েছে, তার আনুষ্ঠানিক নাম বি.১.৬১৭ হলেও এটি ‘ইন্ডিয়া ভ্যারিয়েন্ট’ নামেই পরিচিতি পেয়েছে। প্রায় দুই ডজন দেশে পৌঁছেছে এই ধরনটি; এটার তিনটি ‘সাব টাইপ’র মধ্যে একটি বাংলাদেশেও শনাক্ত হয়েছে।

 

এদিকে দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে করোনার সংক্রমণ বাড়ছেই, বাড়ছে মৃত্যুও। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। তবে গত কয়েকদিন ধরে একটানা মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধির পর এবার তা কিছুটা কমল। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে ভারতে আরও তিন লাখ ৬৬ হাজার ৩১৭ রোগী শনাক্ত হয়েছে, এই সময়ে মৃত্যু হয়েছে তিন হাজার ৭৪৭ জনের।

 

যাযাদি/এসএইচ