শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

​চীনের টিকা আনতে কার্গোবিমান পাঠিয়েছে বিমান বাহিনী

যাযাদি ডেস্ক
  ১১ মে ২০২১, ১৭:৫১

পাঁচ লাখ ডোজ করোনা টিকা আনতে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান সি-১৩০জে। মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিটে বিমানটি চীনের পথে যাত্রা শুরু করে। উপহার হিসেবে বাংলাদেশকে সিনোফার্মের এই টিকা উপহার দিচ্ছে চীন।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে সোমবার রাতে ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে যে ৫ লাখ টিকা উপহার দেওয়া হচ্ছে, সে টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে।

গত ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, চীনের দেওয়া উপহারের ৫ লাখ ডোজ টিকা আসার পরে দুই সপ্তাহের মধ্যে এ টিকার প্রয়োগ শুরু হবে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে