​নেপালে করোনা চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ

প্রকাশ | ১১ মে ২০২১, ১৮:১৮

যাযাদি ডেস্ক

কোভিড-১৯ ভাইরাসে বিপর্যস্ত হিমালয়কন্যা নেপালের পাশে দাঁড়িয়েছে বন্ধুরাষ্ট্র বাংলাদেশ।

 

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ প্রতিবেশী দেশে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে।

 

সংকটকালে এ চিকিৎসা সহযোগিতা পেয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বলেন, বারবারই সংকটকালে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছে বাংলাদেশ।

 

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত ড. বানশিধর মিশ্রর কাছে প্রতীকী চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।

 

চিকিৎসা সরঞ্জাম সহযোগিতার মধ্যে ৫ হাজার বোতল রেমডিসিভির বা সংক্রমণ নিরোধক ইঞ্জেকশন (ইনজেকটেবল অ্যান্টি ভাইরাল), পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম), জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ রয়েছে।

 

নেপালের রাষ্ট্রদূত ড. বানশিধর মিশ্র বলেন, বাংলাদেশ প্রকৃত বন্ধু। বিপদে সব সময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। গত বছরও করোনা সংক্রমণের শুরুতে এগিয়ে এসেছিল। এ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন বিপদের সময় বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশের এই সহযেগিতার জন্য নেপাল কৃতজ্ঞ।

 

যাযাদি/এসআই