​দুই ছেলেসহ হাশেম ফুডের চেয়ারম্যানের জামিন

প্রকাশ | ১৯ জুলাই ২০২১, ১৮:৪১

যাযাদি ডেস্ক

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর মামলায় জামিন পেয়েছেন কারখানার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম।

 

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান সোমবার বিকেলে তাকে জামিন দেন।

 

আবুল হাশেমের সঙ্গে তার দুই ছেলে হাসিব বিন হাশেম ও তারেক ইব্রাহীমকেও জামিন দিয়েছে আদালত।

 

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, আসামিপক্ষের আইনজীবী আদালতে ছয়জনের জামিন আবেদন করলে আদালত তিনজনকে জামিন দেয়।

 

গত ৮ জুলাই রাতে হাশেম ফুড লিমিটেডের কারখানায় আগুন লাগে। শুরুতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরের দিন উদ্ধার করা হয় ৪৯ জনের মরদেহ। মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৫২ জনে।

 

বেশির ভাগের মরদেহই পুড়ে কয়লা হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তের জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হয়। ৮ তারিখ আগুন লাগলেও ৯ তারিখ রাতের আগে পুরোপুরি আগুন নেভানো যায়নি।

 

আগুন নেভাতে দীর্ঘ সময় লাগার কারণ মনে করা হচ্ছে কারখানার প্রতি ফ্লোরে মজুত করা দাহ্য পদার্থ। ছিল বিপুল পরিমাণ রাসায়নিক, যা আগুন আরও ছড়িয়ে যেতে অনুঘটক হিসেবে কাজ করেছে।

 

মালিকপক্ষ থেকে দাবি করা হয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূচনা। তবে ব্যাপক প্রাণহানির ঘটনার পেছনে কারখানা কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনা দায়ী বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে বিভিন্ন দায়িত্বশীল সংস্থা।

 

এ ঘটনায় পুলিশ কারখানার মালিক আবুল হাসেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে। তাদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

গত বুধবার তাদের আদালতে হাজির করা হলে হাশেমের দুই ছেলেকে জামিন দেয় আদালত।

 

যাযাদি/এসআই