​ ঈদের পর কঠোর বিধিনিষেধের বাইরে থাকবে তিন খাত

প্রকাশ | ১৯ জুলাই ২০২১, ২১:০২

যাযাদি ডেস্ক

 

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ঘোষণা অনুযায়ী ঈদের পর ২৩ জুলাই থেকে যে কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে সেখানে তিনটি ব্যবসায়িক খাতকে বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।

 

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এই কথা জানানো হয়।

 

ব্যবসায়িক খাত তিনটি হলো, কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ। খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা এবং ওষুধ,অক্সিজেন ও কোভিড--১৯ প্রতিরোধ ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প। এই তিন খাত বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

 

যাযাদি/এমডি