শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩৪ জন হাসপাতালে ভর্তি

যাযাদি ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৩৪ জন। এর মধ্যে ঢাকায় ১৮২ জন এবং ঢাকার বাইরে ৫২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৭ জন। আর এই মাসে রোগী ভর্তি হয়েছেন ৪ হাজার ৭০৯ জন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৪৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে এক হাজার ৪৭ জন, আর বাকি ২০০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজার ৬৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৩ হাজার ৭৬১ জন।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে