​খালেদা জিয়ার থেমে থেমে জ্বরের কারণ জানার চেষ্টা চলছে: ডা. জাহিদ

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২১, ২১:০৯

যাযাদি ডিস্ক

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার থেমে থেমে জ্বর আসার কারণ জানতে হাসপাতালের চিকিৎসকেরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন। শুক্রবারও কিছু পরীক্ষা করা হয়েছে। শনিবার সে সব পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বসে পরবর্তী করণীয় ঠিক করবেন।

 

শুক্রবার এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

বিকেলে তিনি হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ অবস্থা জেনে হাসপাতাল থেকে বেরিয়ে রাতে তিনি বলেন, ‘হাসপাতালের চিকিৎসকেরা নিয়মিত খোঁজখবর রাখছেন। আমাদের সঙ্গে আলোচনা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পর্যালোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।’

 

হাসপাতাল সূত্র জানায়, ‘শুক্র খালেদা জিয়ার জ্বর ছিল না। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা বিভিন্ন টেস্ট পর্যালোচনা করেছেন। আগের অসুখই তাকে ভোগাচ্ছে। এর মধ্যে লিভার, কিডনি সমস্যা, আর্থরাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ শারীরিক দুর্বলতা রয়েছে তার।’

 

গত ১২ অক্টোবর দ্বিতীয় দফায় চিকিৎসার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের দশম তলায় একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

 

যাযাদি/ এস