শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

যাযাদি ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২১, ১৫:০৭

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ইসকন স্বামীবাগ আশ্রম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অবরোধে শাহবাগ দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় পল্টন, সায়েন্স ল্যাবরেটরি, বাংলা মোটর ও টিএসসিমুখী সড়কে তীব্র যানজট তৈরি হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হন জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন।

দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে কথিত ‘কুরআন অবমাননার’ অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়।

এরপর চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীসহ কয়েকটি জেলায় মন্দিরে হামলা হয়, তাতে নিহত হয় অন্তত ছয়জন।

এ পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করার পরও রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীতে এক তরুণের বিরুদ্ধে ‘ফেইসবুকে ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে হিন্দুদের ২৯টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয় রোববার রাতে।

অবরোধ কর্মসূচি থেকে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় করারও দাবি জানান বিক্ষোভকারীরা।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে