মাহবুব তালুকদারের চিকিৎসায় বছরে খরচ ৩০-৪০ লাখ টাকা: সিইসি

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ১৪:৩৫

যাযাদি ডেস্ক

 

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের চিকিৎসার জন্য নির্বাচন কমিশন (ইসি) বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করেছে।

 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারেআরএফইডি টক আয়োজনে কথা জানান সিইসি।

 

কে এম নুরুল হুদা বলেন, মাহবুব তালুকদারের কথা আমি বরাবরই বলেছি। ইসিতে তিনি ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি রোগাক্রান্ত ব্যক্তি। মাহবুব কখনও আইসিইউতে কখনও সিসিইউতে ছিলেন। এছাড়া তিনি সিঙ্গাপুর, ভারতে চিকিৎসা নিয়েছেন। এসব চিকিৎসার ব্যয় কমিশন থেকে করা হয়। অর্থের পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা।

 

যাযাদি/ এমডি