দেশে ভোটাধিকার প্রয়োগ বড় চ্যালেঞ্জ: সিইসি

প্রকাশ | ২০ মে ২০২২, ১৪:১২

যাযাদি ডেস্ক

 

 

 

দেশে ভোটাধিকার প্রয়োগ বড় চ্যালেঞ্জ এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

 

শুক্রবার (২০ মে) সকালে সাভার উপজেলা অডিটরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন

 

ভোটে সহিংসতার চর্চা থেকে বের হয়ে আসতে সময় লাগবে এমন মন্তব্য করে সিইসি ভোটদানে বাধা দিলে ভোটারদের প্রতিবাদী হওয়ার পরামর্শ দেন

 

এসময় সিইসি কাজী হাবিবুল ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের প্রত্যাশার কথা জানান আগামী নির্বাচন নিয়ে শিগগিরই বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার কথাও জানিয়েছেন তিনি

 

নির্ভুল ভোটার তালিকা নিয়ে তিনি বলেন, প্রযুক্তির কারণে নির্ভূল ভোটার তালিকা করা সহজ হয়েছে

 

একই দিনে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান

 

বিকাল সাড়ে ৩টায় নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা সিরাজগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোটার তালিকার উদ্বোধন করবেন

 

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কার্যক্রম উদ্বোধন করেন

 

আর শরীয়তপুরে কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান

 

করোনার কারণে নতুন ভোটারদের তথ্য নেওয়া সম্ভব হয়নি এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য নেওয়া হবে

 

জানা গেছে, ভোটার তালিকার কাজ শুরুর পর ২০০৭ সালের জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে এরপর ছবি, বায়োমেট্রিক চোখের আইরিশের জন্য কেন্দ্র ঠিক করে সেখানে নেওয়া হবে

 

প্রায় তিন বছর পর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে এবার ৮৪ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্তির টার্গেট নির্বাচন কমিশনের

 

যাযাদি/ এস