​​​​​​​বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক স্থগিত

প্রকাশ | ২৮ মে ২০২২, ১২:৪১

যাযাদি ডেস্ক

 

 

 

আগামী ৩০ মে ঢাকা-দিল্লির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠক স্থগিত করা হয়েছে

 

শনিবার (২৮ মে) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতে বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয় সময় তারা সিদ্ধান্ত নেন, আগামী ১৮-১৯ জুন যৌথ পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হবে

 

বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আসামের গৌহাটিতে নদী কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের মধ্যে সাইডলাইনে বৈঠক হয় ওখানে বিষয়টি নিয়ে আলোচনার পরে জেসিসি বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়

 

উল্লেখ্য, . কে আব্দুল মোমেন নদী কনফারেন্সে যোগ দেওয়ার জন্য গতকাল শুক্রবার (২৭ মে) আসামে পৌঁছান সেখান থেকে রবিবার তার দিল্লি যাওয়ার কথা ছিল

 

বাংলাদেশ ভারতের মধ্যে এটি হবে সপ্তম জেসিসি বৈঠক জুনের কবে নাগাদ বৈঠক হতে পারে, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘আশা করছি ১৮ জুন ওই বৈঠকটি হবে

 

যাযাদি/এসএইচ