রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ | ২৭ মার্চ ২০২৩, ০৯:২০

যাযাদি ডেস্ক

ভিতরে শুধু টিনের ঘর। অনেক মানুষ কোনো মালামাল নিয়ে বের হতে পারেনি। সব আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সঙ্গে বস্তিবাসীও আগুন নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে। অনেক মানুষ মালামাল নিয়ে বের হতে পারলেও অনেকের মালামাল ভিতরেই রয়ে যায়। প্রচুর ঘর পুড়ে গেছে বলে জানান বস্তির লোকজন। 

জানা যায়, রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সোমবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রসঙ্গত, সোমবার ভোরে ওই বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

যাযাদি/ এস