পুলিশের এসআই পদে চাকরির আবেদন শুরু
প্রকাশ | ০৬ মে ২০২৩, ১৭:৩৯ | আপডেট: ০৬ মে ২০২৩, ১৭:৪৭

বাংলাদেশ পুলিশে ‘উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র)’ পদে জনবল নিয়োগে অনলাইনে আবেদন শুরু হয়েছে। শনিবার ৬ মে ভোর থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা চলবে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সম্প্রতি বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ৬ মে ভোর থেকে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে। police.teletalk.com.bd এ ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পিআর শাখা জানায়, পদের সংখ্যা বৃদ্ধি ও শূন্য পদ সাপেক্ষে নিয়োগের সংখ্যা নির্ধারিত হবে। তবে আনুমানিক প্রায় এক হাজার এসআই নিয়োগ দেওয়া হতে পারে।
এবার নিয়োগ পরীক্ষার ধাপগুলো হচ্ছে ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।
পুলিশ সদর সকল মহলকে সতর্ক করে জানিয়েছে, এসআই নিয়োগের ক্ষেত্রে কোনও আবেদনকারীর বিরুদ্ধে আর্থিক লেনদেনের জড়িত থাকার তথ্য পেলে তাকে গ্রেফতার করে নিয়োগ বাতিল করা হবে।
যাযাদি/এসএস