লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না

প্রকাশ | ৩১ মে ২০২৩, ১৭:০৫

যাযাদি ডেস্ক

লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কাজেই, আসন্ন ঈদুল আজহায় লঞ্চসহ যেকনো নৌজানের মাধ্যমে মোটরসাইকেল পারাপার করা যাবে।

বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, লঞ্চে অনেকেই মোটরসাইকেল নিয়ে চলে যায় পরিবারসহ। আমরা বিআইডব্লিউটিএকে বলেছি, এটা যতটুকু পারা যায় এডজাস্ট করার জন্য। মোটরসাইকেল লঞ্চে করে পারাপারের ক্ষেত্রে এবং মালিকদেরকেও আমরা বলেছি।

মন্ত্রী বলেন, আপনি যদি একাই বরিশাল, মাদারীপুর বা দক্ষিণাঞ্চলে যান, আপনি নিশ্চিত মোটরসাইকেল চালিয়ে যাবেন। আপনার সঙ্গে যদি পাঁচজন থাকে পাঁচজন তো মোটরসাইকেলে তুলতে পারবেন না। সেখানে যদি মোটরসাইকেল নিতে চান তাহলে আপনাকে বিকল্প একটা ব্যবস্থায় নিতে হবে। হয়তো বাসের ছাদে অথবা লঞ্চে করে নিতে হবে, সে ব্যাপারে আমরা এডজাস্ট করব।

যাযাদি/এসএস