আজ বিশ্ব ‘পৃথিবী দিবস’ 

প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ১৬:১৪ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ১৬:৪৬

যাযাদি ডেস্ক

আজ বিশ্ব আর্থ ডে ২০২৪। আজকের বার্ষিক ‘পৃথিবী দিবসে’  গুগলে পৃথিবী থেকে বায়বীয় ছবি দেখানো হয়েছে, যেখানে আরও টেকসই ভবিষ্যতের দিকে অগ্রগতি হয়েছে এমন কিছু ক্ষেত্র হাইলাইট করে।

আর্থ ডে (পৃথিবী দিবস) হল পরিবেশ সুরক্ষার জন্য ২২ এপ্রিল  এদিনটি বিশ্ব বাসি পালন করে থাকে। পৃথিবী দিবস ১৯৭০ সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। 

বিশ্ব ‘পৃথিবী দিবস’এখন ১৯৩টিরও বেশি দেশে ১ বিলিয়ন লোক Earthday.org দ্বারা বিশ্বব্যাপী সমন্বিত ইভেন্টগুলির একটি বিস্তৃত পরিসর অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্ব ‘পৃথিবী দিবস’ এর ২০২৪ সালের অফিসিয়াল থিম হল ‘পৃথিবী বনাম প্লাস্টিক।’

মানুষ তার চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন ভাবে পৃথিবীর ক্ষতি করে চলেছে অবাধে। যার কারণে পৃথিবীতে ক্রমাগত বেড়েই চলেছে জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা, বিভিন্ন ধরনের দূষণ, বৈশ্বিক উষ্ণায়নের মতো নানা সমস্যা।

বর্তমানে যদি এই সব বিষয়ে সতর্ক হয়ে সমাধানের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে আরও অনেক বড় বিপদের সন্মুখীন হতে হবে বিশ্ববাসীকে। যার ভয়ঙ্কর প্রভাব পড়বে মানব সভ্যতার উপর।


যাযাদি/ এম