সচিবালয়ে অফিস করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

প্রকাশ | ১০ আগস্ট ২০২৪, ১১:১৬ | আপডেট: ১০ আগস্ট ২০২৪, ১২:০০

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পরদিনই অফিস করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১০ আগস্ট) সকালেই সচিবালয়ে আসেন তিনি। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা আসিফ নজরুলকে অভ্যর্থনা জানান।

সকালে সচিবালয়ে আসার পরই আইন ও বিচার বিভাগের সচিবের সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টা আসিফ নজরুল।

এদিকে আইন উপদেষ্টা আসার কথা জানার পর সকাল থেকেই মন্ত্রণালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়। কক্ষের সামনে নাম ফলকে বসানো হয়েছে কাগজে টাইপ করা উপদেষ্টার নাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

এরপর বৃহস্পতিবার শপথ নেয় অন্তর্র্বতী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। যদিও তিনজন উপদেষ্টা এখনো শপথ নেননি। শুক্রবার শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল পান আইন উপদেষ্টার দায়িত্ব।

যাযাদি/ এসএম