মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

আ.লীগ নেতা নয়, পুলিশ সংস্কার নেতৃত্বে সাবেক সচিব সফর রাজ

যাযাদি ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪
সফর রাজ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন, প্রশাসনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সংস্কার করার জন্য ছয়টি কমিশন গঠন করেছে। তবে, পুলিশ সংস্কার কমিশনের প্রধানের নাম নিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। একটি ভুল নাম ও ছবির কারণে গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশিত হয়, যা পরে সংশোধন করা হয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ভাষণে পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসেবে সফর রাজ হোসেনের বদলে সরফরাজ চৌধুরীর নাম বলা হয়। সরফরাজ চৌধুরী একজন আওয়ামী লীগ নেতা। ভুলবশত এই নাম ঘোষণা করা হলে গণমাধ্যমে সরফরাজ চৌধুরীর ছবি ছাপা হয়।

ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানার জানায়, প্রকাশিত ছবিটি আসলে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডাক্তার সরফরাজ চৌধুরীর। তিনি ২০২৩ সালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মনোনীত হন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং পরে নিশ্চিত করেছে যে, ভাষণে ভুল নাম প্রকাশিত হয়েছিল। আসলে পুলিশ সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন সফর রাজ হোসেন, যিনি সাবেক স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে