কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ১৬:৪৭

বিশেষ সংবাদদাতা
ছবি: যায়যায়দিন

রাজধানীর মিরপুর-১৪ এর কচুক্ষেত এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এই বিক্ষোভ চলাকালে উত্তেজনা বেড়ে গেলে পুলিশের একটি গাড়ি ও সেনাবাহিনীর একটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সতর্কতামূলক ফাঁকা আওয়াজ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

বিক্ষোভকারীরা শ্রমিক দাবি করলেও, প্রশাসন থেকে অভিযোগ উঠেছে যে এতে কিছু উস্কানিমূলক বাহিনী মিশে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এ ঘটনায় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোশাক শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হওয়ায়, এই খাতের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। তবে, কোনও দাবির ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করাই কাম্য। প্রশাসনের দায়িত্ব হচ্ছে শ্রমিকদের ন্যায্য দাবি যদি থাকে তবে তা যথাযথভাবে মীমাংসা করা।

নাগরিকদের অনুরোধ করা হয়েছে, তাদের আশেপাশে সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িতদের সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে।

যাযাদি/এসএস