সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৫ জেল সুপারকে নতুন কর্মস্থলে পদায়ন 

প্রকাশ | ০৫ মে ২০২৫, ১৩:১৩ | আপডেট: ০৫ মে ২০২৫, ১৩:১৫

জাহাঙ্গীর আলম : বিশেষ প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন কারা অধিদপ্তরের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৫ জেল সুপারকে পদায়ন করা হয়েছে। 

০৪-৫-২০২৫ অর্থাৎ রবিবার কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মো: হাফিজ -আল- আসাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়েছে। 

বদলিকৃত কর্মকর্তারা হলেন: ঝালকাঠি জেলা কারাগারের জেল সুপার ( চলতি দায়িত্ব) মো: আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খানকে নেত্রকোনা জেলা কারাগারের জেল সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। নীলফামারী জেলা কারাগারের জেলা সুপার ( চলতি দায়িত্ব) মো: রফিকুল ইসলামকে নেত্রকোনা জেলা কারাগারের জেল সুপার হিসেবে পদায়ন করা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার  (চলতি দায়িত্ব ) দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলামকে সহকারী কারা মহাপরিদর্শক কারা অধিদপ্তর, রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার  (চলতি দায়িত্ব ) মো: এনামুল কবিরকে রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার, কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীর জেলা সুপার ( সুপার চলতি দায়িত্ব) শংকর কুমার মজুমদারকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের জেল সুপার, সাতক্ষীরা জেলা কারাগারের অনুকূলে ইউএন মিশনে কর্মরত জেল সুপার ( চলতি দায়িত্ব)  আবুল বাশারকে সাতক্ষীরা জেলা কারাগারের জেল সুপার, ভোলা জেলা কারাগারের জেল সুপার ( চলতি দায়িত্ব ) মো: শওকত হোসেন মিয়াকে ভোলা জেলা কারাগারের জেল সুপার,  খুলনা জেলা কারাগারের জেলার মো: আবু ছায়েমকে পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার, পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার  (চলতি দায়িত্ব ) মো: মুস্তাফা কামালকে বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার, ঝিনাইদহ জেলা কারাগারের জেল সুপার  (চলতি দায়িত্ব) মো: বিকাশ রায়হানকে ঝালকাঠি জেলা কারাগারের জেল সুপার,যশোর কেন্দ্রীয় কারাগারের উপ তত্ত্বাবধায়কের  অনূকূলে সাতক্ষীরা জেলা কারাগারের জেল সুপার (  চলতি দায়িত্ব ) মোহাম্মদ এনায়েত উল্লাহকে মুন্সিগঞ্জ জেলা কারাগার,  কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার শাহাদাত হোসেনক খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার,  মাদারীপুর জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলামকে মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার , বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞাকে চাঁদপুর জেলা কারাগারের  জেল সুপার ও বরগুনা জেলা কারাগারের জেলার মো: মাসুদুর রহমানকে ঠাকুরগাঁও জেলা কারাগারের জেল হিসেবে পদায়ন করা হয়েছে। 

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।