আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেলে শাহবাগে গণজমায়েত
প্রকাশ | ১০ মে ২০২৫, ০৯:৫০

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে শনিবার (১০ মে) গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিন বিকাল ৩টা থেকে রাজধানীর শাহবাগে এ গণজমায়েত শুরু হবে। পাশাপাশি সারাদেশের জুলাই-স্পটে অবস্থান কর্মসূচি পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এ লড়াই বাংলাদেশপন্থী ও ফ্যাসিবাদপন্থীদের লড়াই। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এ শাহবাগ ছাড়ব না।
পরে ছাত্র-জনতার তিন দফা দাবিতে তিনি আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন। দাবিগুলো হলো-
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।
যাযাদি/ এসএম