প্রবাসীর বাড়ি স্বর্ণ ও ২০ কেজি কুরবানির মাংস চুরি
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৪:৩৩

ফরিদপুরের ভাঙ্গায় এক সৌদি আরব প্রবাসীর বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণালংকার, ১৫টি বিদেশি কম্বল ও ২০ কেজি ফ্রিজিং কুরবানির গরুর মাংস চুরির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে সৌদি প্রবাসী বালাম শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয় বালাম শেখের স্ত্রী শিখা বেগম জানান, তার মেয়ের অপারেশনের জন্য ফরিদপুর অবস্থান করছিলেন তারা।
সে সুযোগে মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতের আঁধারে কেচি গেটের তালা ভেঙে বাড়ির ভেতরের প্রবেশ করে একদল ডাকাত।
তারা প্রতিটি রুমের দরজার তালা, হ্যাজবোল্ট ভেঙে রুমে ঢুকে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ১৫টি কম্বল নিয়ে যায়। এছাড়া ফ্রিজে রাখা কুরবানির প্রায় ২০ কেজি গরুর মাংস নিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মান্নান শেখ জানান, আমার ওয়ার্ডের সৌদি প্রবাসী বালাম শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বালামের ঘর থেকে অনেক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। শীত ও বর্ষার সময় চুরি-ডাকাতির ঘটনা একটু বেশি ঘটে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, ডাকাতির ঘটনা নয়, চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।