মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা নিশ্চিত ও মানসম্মত শিক্ষায় অবদান রেখেছেন ইউএনও হারুন অর রশিদ  

মন্তোষ চক্রবর্তী
  ১১ সেপ্টেম্বর ২০২২, ১৪:২১

কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা অষ্টগ্রামের উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো. হারুন-অর-রশিদ যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষায় স্থাপন করেছেন অনুকরণীয় দৃষ্টান্ত প্রায় প্রতিদিনই তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন সুযোগ পেলেই ছুটে যান প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ে ইতোমধ্যে তিনি অষ্টগ্রাম উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা চিঠি দিয়ে সর্বমহলে প্রশংসিত হয়েছেন

দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, খাতা পেন্সিল বিতরণ, টুল বেঞ্চ প্রদান, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, খেলাধূলার ব্যবস্থাকরণ, শতভাগ উপস্থিতি নিশ্চিত করণে মনিটরিং,আইসিটি সামগ্রী বিতরণ, প্রাথমিক শিক্ষা নিয়ে বিভিন্ন নিব্ন্ধ প্রকাশ, মিড ডে মিল চালু, মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে অষ্টগ্রামের সকল প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিন্তে অবদান রেখেছেন ইউএনও হারুন

অষ্টগ্রামের ইউএনও হারুন অর রশিদ বাংলাদেশ স্কাউটসের একজন সহকারী লিডার ট্রেনার তিনি নিজ উদ্যোগে অষ্টগ্রামে শতভাগ বিদ্যালয়ে কাব স্কাউট দল চালুর লক্ষ্যে বেসিক কোর্সের আয়োজন করেন যার কোর্স লিডারও ছিলেন তিনি তার চেষ্টায় বর্তমানে অষ্টগ্রামের শতভাগ প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম চালু আছে বলেও জানা গেছে তার প্রচেষ্টায় চলতি বছরে অষ্টগ্রাম উপজেলা ঢাকা বিভাগে শ্রেষ্ঠ উপজেলার স্বীকৃতি লাভ করেছে ইউএনও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে নতুন ভবনের কাজ সমাপ্ত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন বলে একাধিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলাপ করে জানা গেছে সরকারি বরাদ্দ না পাওয়ায় তিনি ব্যক্তিগত উন্নয়নে উপজেলার করমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করে দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে এত কাজ করার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. হারুন-অর-রশিদ বলেন, “আমি নিজে হবিগঞ্জ জেলার হাওর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি আমার মা সে বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তিনি আজ বেঁচে নেই তবে তার স্মৃতি অনুপ্রেরণা আমাকে প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করেছে আমার খালা, ফুফু এক বোনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যা আমাকে প্রাথমিক শিক্ষা নিয়ে ভাবায়উল্লেখ্য যে ইউএনও অষ্টগ্রাম ইতোমধ্যে নিজের মেয়েকে অষ্টগ্রামের হাওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেশের প্রাথমিক শিক্ষায় অনন্য নজীর স্থাপন করেছেন

প্রাথমিক শিক্ষা বিষয়ে ইউএনওর উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. আশরাফুল আলম বলেন, “যোগদানের পর থেকেই স্যার যেভাবে প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করে চলেছেন তাতে আমরা সকলে গর্বিত অনুপ্রাণিত স্যারের এই প্রচেষ্টা অব্যাহত থাকলে আমি বিশ্বাস করি একদিন প্রাথমিক শিক্ষায় দেশের শ্রেষ্ঠ উপজেলায় পরিণত হবে অষ্টগ্রামইউএনও হারুনের মত যদি দেশের প্রতিটি উপজেলার ইউএনওরা প্রাথমিক শিক্ষায় এগিয়ে আসে, তাহলে এদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একদিন রোল মডেল হিসেবে দাড়াবে বলেও জানান তিনি

লেখক : সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে