“বেস্ট প্রসেস ইনোভেশন” অ্যাওয়ার্ড জিতলো নেক্সটব্লক

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৮

যাযাদি ডেস্ক

বাংলাদেশে সর্বপ্রথম অটোক্লেভড্ এরেটেড কংক্রিট (এএসি) ব্লক নেক্সটব্লক অটোক্লেভড্ উৎপাদনের জন্য “বেস্ট প্রসেস ইনোভেশন” পেয়েছে ইকোফ্রেন্ডলি গ্রিন ব্রিকস লিমিটেড। জিপিএইচ ইস্পাত বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের ২০২৩-এ এই পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ’র এই আয়োজনে সহযোগিতায় ছিল এটুআই এবং দ্য ডেইলি স্টার। শনিবার ১৮ ফেব্রুয়ারি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। ইকো ফ্রেন্ডলি গ্রিন ব্রিকস মিমিটেড-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ইকোফ্রেন্ডলি গ্রিন ব্রিকস লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর সাজ্জাদ শাহরিয়ার নয়ন ও ব্র্যান্ড ম্যানেজার মো. আনোয়ারুল আলম। বাংলাদেশ বিজনেস ইনোভেশন সামিট এর চতুর্থ সংস্করণের আয়োজনে এই পুরস্কার প্রদান করা হয়। যেখানে মোট ৪৯টি উদ্ভাবনীকে স্বীকৃতি দেয়া হয়। যার মধ্যে ২৬টি বিজয়ী ও ২৩টি অনারেবল মেনশন্স হিসেবে স্বীকৃতি পায়। এবারের আয়োজনে ৫০০’র বেশি পেশাজীবী ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এ বছর ৩০০ জন ব্যক্তি ও ১০০টিরও বেশি প্রতিষ্ঠান মোট ২১টি ক্যাটাগরিতে মনোনয়ন জমা দেয়। বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ৯ সদস্যের জুরি বোর্ড মাধ্যমে এই পুরস্কার বিজয়ী নির্বাচন করেন। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে পথ চলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে  সেরা উদ্ভাবন ও সমাধান প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেই এবারের বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের জন্য জয়ী হিসেবে ঘোষণা করা হয়।

বিশ্বের উন্নত সব দেশে স্থাপনা নির্মাণে প্রায় শত বছর ধরে পরীক্ষিত সুইডিশ টেকনোলজির এএসি ব্লক। সাশ্রয়ে পরিবেশবান্ধব সুদৃঢ় স্থাপনা গড়ার প্রত্যয়ে নেক্সটব্লক অটোক্লেভড্ নামে দেশে সর্প্রথম এএসি ব্লক উৎপাদন শুরু করে ইকোফ্রেন্ডলি গ্রিন ব্রিকস লিমিটেড। যা উৎপাদন করা হয় সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে, আর এই ব্লক উৎপাদনে ব্যবহার হয়না ফসলি জমির মাটি। বালি, সিমেন্ট, লাইম স্টোন, জিপসাম এবং অ্যালুমিনিয়াম পাউডার দিয়ে তৈরি করা হয় এই ব্লক। টাঙ্গাইলে নিজস্ব সুবিশাল কারখানায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এএসি ব্লক উৎপাদন করে চলেছে নেক্সটব্লক অটোক্লেভড্।

যাযাদি/এসএস