ক্যানসারে আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আনোয়ারুলের পাশে দাঁড়ান 

প্রকাশ | ৩০ জুলাই ২০২৩, ২১:৪৬ | আপডেট: ৩০ জুলাই ২০২৩, ২১:৪৭

যাযাদি ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। চার বছর ধরে তিনি এই রোগে আক্রান্ত।

আনোয়ারুল স্নাতকোত্তর শেষ করে রংপুরের একটি কোচিংয়ে ক্লাস নেন। পাশাপাশি টিউশনি করেন। এভাবে নিজের খরচ চালানোর পাশাপাশি তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন।

২০২০ ও ২০২২ সালে ফুসফুসে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে আনোয়ারুলের। পাশাপাশি কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হয়েছে। এখন তাঁর ফুসফুসের একটি অংশে আবারও সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে দ্রুত তাঁর আবার অস্ত্রোপচার করতে হবে। এ জন্য তাঁর প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা।

আনোয়ারুলের বাবা আজিজুল হক দিনমজুর। বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী গ্রামে।

এ পর্যন্ত আনোয়ারুলের চিকিৎসায় প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ এবং লালমনিরহাট জেলা সমিতির চেষ্টা ও সহযোগিতায় তা জোগাড় করা গেছে।

বিভিন্ন গণমাধ্যমে তাঁর জন্য সাহায্যের আবেদন জানানো হয়। সে সময়ও অনেকে তাঁর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। আনোয়ারুলকে বাঁচাতে এভাবে আবার সবার সাহায্যের প্রয়োজন।

আনোয়ারুলকে সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ (ব্যক্তিগত): 01519607308
নগদ/রকেট (ব্যক্তিগত): 01796037750
ব্যাংক অ্যাকাউন্ট:
মো. আনোয়ারুল ইসলাম
ডাচ্‌–বাংলা অ্যাকাউন্ট নম্বর: ২৯৪১৫১০০০৭৯৮৫
লালমনিরহাট শাখা
সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ৫২০১৯০১০১৮৭০২

আদিতমারী শাখা
লালমনিরহাট
রেফারেন্স

মো. কামাল পাশা
সহযোগী অধ্যাপক ও সভাপতি
নৃবিজ্ঞান বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
মোবাইল: +8801711075067