আন্তর্জাতিক জার্নালে চট্টগ্রামের দুই হোমিওপ্যাথ এর গবেষণা

প্রকাশ | ২২ আগস্ট ২০২৩, ১২:১৫

যাযাদি ডেস্ক

ভারতের বিখ্যাত জার্নাল "ইন্ডিয়ান জার্নাল অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন ( IJIM) " এ প্রকাশিত হলো চট্টগ্রামের দুই হোমিওপ্যাথ ডাঃ অশ্রু কনা চৌধুরী ও ডাঃ মো.মাজহারুল ইসলাম এর একটি যৌথ গবেষণা। 

চিকিৎসা বিজ্ঞানের উপর তাদের গবেষণার বিষয়বস্তু ছিল "Magic efficacy of Pulsatilla to treat Polycystic Ovarian Syndrome" অর্থাৎ নারীদের ওভারিয়ান সিস্ট চিকিৎসায় হোমিওপ্যাথি ঔষধ 'পালসেটিলার' ম্যাজিক কার্যকারিতা। 

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার বাসিন্দা ডাঃ অশ্রু কনা চৌধুরী বর্তমানে ডাঃ জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল,চট্টগ্রাম এ ২০ বছর যাবৎ শিক্ষকতায় কর্মরত রয়েছেন এবং২৫ বছর যাবৎ চট্টগ্রামের চকবাজার কাপাসগোলায় রানী হোমিও ফার্মেসী ও চন্দ্রঘোনা দোভাষী বাজারে মায়া হোমিও ফার্মেসীতে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। 

ডাঃ মো.মাজহারুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম মেরিন ফিশারিশ একাডেমির নটিক্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে ইন্সট্রাক্টর হিসাবে কর্মরত আছেন এবং সমুদ্র সংক্রান্ত (মেরিন এ্যাফেয়াস) বিষয়ে  Xiamen University,China তে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।

২০২২ সালে, কোভিড-১৯ এর উপর করা একটি গবেষণা "Efficacy of Homoeopathic medicines to treat Covid-19" সহ উক্ত জার্নালে প্রকাশিত এটি তাদের দ্বিতীয় গবেষণাপত্র।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ডাঃ অশ্রু কনা চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান,পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS নারীদের হরমোনের ভারসাম্যহীনতা জনিত একটি প্রচলিত রোগ যা বিকল্প চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি চিকিৎসা দ্বারা PCOS সহ বিভিন্ন জটিল রোগ সম্পূর্ণরূপে এবং স্হায়ীভাবে আরোগ্য সম্ভব এবং এ প্যাথিতে সবচেয়ে কম খরচে এবং কোনরূপ প্বার্শপ্রতিক্রিয়া ছাড়াই চিকিৎসাকার্য পরিচালিত হয়।

ডাঃ মো.মাজহারুল ইসলাম জানান, লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগে মানবদেহের অধিকাংশ রোগ ও রোগপ্রবণতা প্বার্শপ্রতিক্রিয়াহীনভাবে আরোগ্য করা সম্ভব।তাই, হোমিওপ্যাথিক ঔষধের ম্যাজিক কার্যকারিতা এবং যথাযথ কর্তৃপক্ষের দ্বারা হোমিওপ্যথির সাফল্য নিশ্চিত করার জন্য এ ধরনের আরও গবেষণা প্রয়োজন। 

গবেষকদ্বয় আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথেষ্ট ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে হোমিওপ্যাথরা দেশের স্বাস্থ্য সেবায় আরো বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।এবং তারা কতৃপক্ষের নিকট গবেষণা সংক্রান্ত বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও আহবান জানান।

উল্লেখ্য, ডাঃ অশ্রু কনা চৌধুরী এই প্রতিবেদকের মাধ্যমে তার প্রয়াত শ্বশুর বাবা, যিনি আশি নব্বই দশকে চন্দ্রঘোনা, রাঙ্গুনিয়ার জনপ্রিয় হোমিওপ্যাথ ছিলেন, তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন, কেননা শ্বশুরের দেখানো পথেই তার হোমিওপ্যাথিতে আসা।

যাযাদি/ এসএম