সরকার নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে: নূরুন নাহার হেনা
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২১

নারী উদ্যোক্তাদের সংগঠন ‘নারী উদ্যোক্তা সোসাইটি মতলব (উ:), চাঁদপুর’ সম্মেলনে উদ্যোক্তাদের সম্মাননা দিয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানী মালিবাগের স্কাই সিটি হোটেলে নারী উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা-২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনা।এ সময় তিনি নারীদের হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে নূরুন নাহার হেনা বলেন, নারীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিতে হবে। সরকার নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। নারীরা যখন উদ্যোক্তা হন, তখন একটি পুরো পরিবার সচ্ছল হয়ে যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা সোসাইটি মতলব (উ:), চাঁদপুরের সভাপতি শামীমা কবীর ও সাধারণ সম্পাদক তাসলিমা পারভিন কল্পনা এবং সহ সভাপতি রাবেয়া সুলতানা জুলেখা।
যাযাদি/ এম